Barak UpdatesHappeningsBreaking News

প্রথম ডিলিট আসাম বিশ্ববিদ্যালয়ে

২৫ ডিসেম্বর: আপত্তি ছিল বড়দিনে সমাবর্তন আয়োজনের৷ কেউ কেউ বলেন, সড়ক পরিবহন মন্ত্রী কেন দীক্ষান্ত ভাষণ দেবেন? নীতীন গাডকারি প্রধান অতিথি হতে পারেন, কিন্তু দীক্ষান্ত ভাষণ কেন! কোনও আপত্তি-প্রতিবাদ কানে তোলেননি আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে নির্বিঘ্নেই সম্পন্ন হল অষ্টাদশ সমাবর্তন৷

এ দিন মোট ৬ হাজার ৬০৯ জনকে ডিগ্রি প্রদানের ঘোষণা করা হয়৷ আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় শুধু ডিলিট৷ এই প্রথম আসাম বিশ্ববিদ্যালয় ডিলিট প্রদান করল৷ পেয়েছেন বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের অধ্যাপক মেহমুদ আলম আনসারি৷ মন্ত্রী গাডকারি তাঁর হাতে এই ডিলিট তুলে দেন৷

বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিলিটের অধিকারী হয়ে উৎফুল্ল অধ্যাপক আনসারি৷ বলেন, “জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এমফিল, পিএইচডি করেছেন৷ কিন্তু ডিলিট অবশ্যই আলাদা ব্যাপার৷” তিনি বিহারের পূর্ণিয়া জেলার বাসিন্দা হলেও দুই দশকের বেশি সময় ধরে আসাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন৷

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের দুই গবেষক এবং এই অঞ্চলের এক গবেষক-অধ্যাপক ডিলিট কোর্সে ভর্তি হলেও কেউ তা শেষ করতে পারেননি৷ এই কৃতিত্বের একমাত্র অধিকারী হলেন ড. মেহমুদ আলম আনসারি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker