Barak UpdatesHappeningsBreaking News
পিকেটার ছাড়াই বনধে স্বতঃস্ফূর্ত সাড়া
ওয়ে টু বরাক, ১৮ নভেম্বর : বনধ হবে কি না’ এ নিয়ে দোটানা আগে থেকেই ছিল। কারণ বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকা বনধ রুখতে মাঠে নেমেছিল পুলিশও। পুলিশের পক্ষে বনধ প্রত্যাহার করার জন্য হুমকি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাসত্ত্বেও শুক্রবারের এই বনধ সফল। কোনও পিকেটার ছাড়া মানুষ স্বতঃস্ফুর্তভাবেই বনধকে সমর্থন করেছেন।
এ দিন সকালে শিলচর শহরের ব্যস্ততম এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কোনও পিকেটার দেখা যায়নি। রাস্তায় দুএকটি অটোরিক্সা ও মোটর বাইক চলাচল করেছে। তবে দোকানপাট খোলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনও স্কুল পড়ুয়াকেও রাস্তায় দেখা যায়নি। অবশ্য সরকারি অফিসগুলো নামমাত্র খুলেছে। সেখানেও উপস্থিতির হার একেবারেই কম ছিল। দশটায় জেলাশাসক সহ যে কয়েকজন কর্মী অফিসমুখো হয়েছেন, তাঁরা বিনাবাধায় ঢুকতে পেরেছেন। জেলাশাসকের কার্যালয়ের সামনেও কোনও পিকেটারকে দেখা যায়নি।
এ দিকে, ক্যাপিটাল পয়েন্ট থেকে সকালে চারজন পিকেটারকে আটক করা হয়েছে। বনধ আহ্বানকারীদের বক্তব্য, বরাকের জনগণের হিতেই এই বনধ ডাকা হয়েছে। ফলে স্বতঃস্ফূর্ত ভাবেই এতে সাড়া দিয়েছেন মানুষ। সেজন্য কোনও পিকেটার নামানো হয়নি।