NE UpdatesHappeningsBreaking News
পাহাড় লাইনে মালগাড়ি দুর্ঘটনায় বেশ কিছু ট্রেন বাতিল
ওয়েটুবরাক, ১ নভেম্বর: বৃহস্পতিবার বিকালে ডিমা হাসাও জেলার মুপায় সুড়ঙ্গের ভেতরে মালগাড়ি লাইনচ্যুত হয়। খবর পেয়েই পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। মালগাড়িটিকে সরিয়ে নিয়ে লাইন সংস্কার করে স্বাভাবিক ট্রেন চলাচলের জন্য কাজ চলছে। এর আগে পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল শুক্রবারের ০৫৬২৭ গুয়াহাটি-আগরতলা, ০৫৬৯৭ নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া, ১৫৬১৫ গুয়াহাটি-শিলচর, ১৫৬১৬ গুয়াহাটি-শিলচর।
এ ছাড়া, ১২৫০৩ বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেসের গুয়াহাটি-আগরতলা অংশ, ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লামডিং-সাব্রুম অংশ, ২০৫০২ তেজস রাজধানী এক্সপ্রেসের গুয়াহাটি-আগরতলা অংশ, ১২৫০৭ তিরুবনন্তপুরম এক্সপ্রেসের গুয়াহাটি-শিলচর অংশ বাতিল করা হয়েছে।
সেই সঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আরও জানায় যে, ১২৫০৮ তিরুবনন্তপুরম এক্সপ্রেস শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে শিলচর থেকে ছাড়বে। ০৭০২৯ সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগরতলা থেকে ছাড়বে। ১৩১৭৬ শিয়ালদহগামী এক্সপ্রেস রাত ১০টা ২০ মিনিটে শিলচর থেকে ছাড়বে।