Barak UpdatesHappeningsBreaking News

পঞ্চায়েত রোডে গিয়ে মসজিদ কমিটির সঙ্গে কথা বললেন দীপায়ন-বিমলেন্দু

ওয়েটুবরাক, ২৯ জুন : সাম্প্রদায়িক বিষবাষ্প থেকে শিলচরকে মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় ও প্রাক্তন পুর সদস্য অসীম রায়কে সঙ্গে নিয়ে পঞ্চায়েত রোডে যান৷ সেখানকার মসজিদ কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন৷ এলাকায় শান্তি বজায় রাখতে অনুরোধ জানান৷ পাশাপাশি তাদের অভয় দিয়ে বলেন, দুপুরের ঘটনা আর বাড়তে দেওয়া হবে না৷ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে৷ মসজিদ কমিটির কর্মকর্তারাও বিধায়ককে আশ্বস্ত করেন, তাঁরা এলাকায় শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকবেন৷ তাঁরা মসজিদের কাঁচের সজ্জা ভাঙার ঘটনায় বিধায়কের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করেন৷ বলেন, এ বড় বেদনাদায়ক৷ বিধায়ক দীপায়ন চক্রবর্তী মসজিদের ভাঙা কাঁচ পাল্টে নতুন করে সাজিয়ে দেবেন বলে কমিটিকে আশ্বস্ত করেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সে জন্য মসজিদ কমিটিকে ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন৷ তাতে কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

পরে প্রচার মাধ্যমে গুরুত্বের সঙ্গে জানান, পঞ্চায়েত রোড, কলেজ রোড এলাকায় এখন আর অশান্তি নেই৷ পুলিশ সারাক্ষণ টহল দিচ্ছে৷ তাঁদের এলাকা নিয়ে গুজব না ছড়াতে, গুজবে কান না দিতে তাঁরা সকলের উদ্দেশে অনুরোধ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker