Barak UpdatesBreaking News
নরসিংপুরের ব্লক কর্মীরা ১৫০ জনকে দিল ত্রাণসামগ্রী
১১ এপ্রিল: লকডাউন চলাকালীন গৃহবন্দি অসহায় লোকদের পাশে দাঁড়াল নরসিংপুর খণ্ড উন্নয়ন কার্যালয়র কর্মচারীরা । মাসিক বেতন থেকে নিজেরা চাঁদা দিয়ে ১৫০টি দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন৷ চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ , লবণ, আটা, সাবান, মশলা, চানা, সয়াবিন ও অন্যান্য সামগ্রী সহ মোট সাত দিনের রেশন তুলে দেওয়া হয় ধলাই সমষ্টির জীবনগ্রাম গাঁও পঞ্চায়েতের প্রত্যন্ত অঞ্চল সিপাইপুঞ্জি গ্রামের বাসিন্দাদের হাতে৷