India & World UpdatesHappeningsBreaking News
ন’ঘণ্টা ধরে কেজরিওয়ালকে সিবিআইর জেরা
ওয়েটুবরাক, 17 এপ্রিলঃ সকাল ১১টায় দিল্লিতে সিবিআই দফতরে ঢুকেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল । রাত সাড়ে আটটায় বেরিয়ে এলেন। ন’ঘণ্টার বেশি সময় ধরে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি।
এর মধ্যে বিকেল পাঁচটায় আপের দফতরে জরুরি বৈঠকে বসেন দলের নেতানেত্রীরা। পঙ্কজ গুপ্ত, দিল্লির মেয়র শেলি ওবেরয়রা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এত দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ চলায় সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখেন তাঁরা।
এদিন কেজরিওয়াল জোর গলায় বলেন, ‘সমস্ত অভিযোগই মিথ্যা। আবগারি দুর্নীতি নিয়ে পুরোটাই বানানো। আমরা সৎ দল। আর এটা নোংরা রাজনীতি।’
নরেন্দ্র মোদি জমানায় কেজরিওয়ালই প্রথম কোনও মুখ্যমন্ত্রী যাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। দিল্লির মদ দুর্নীতি কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই। এই মামলাতেই জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। বিরোধীদের বক্তব্য, নির্লজ্জভাবে রাজনৈতিক প্রতিহিংসা নিতে ইডি, সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্র।