Barak UpdatesHappeningsBreaking News

দিল্লি ফেরত ছেলের তথ্য গোপন রাখায় স্কুল অধ্যক্ষের বেতন কর্তন হাইলাকান্দিতে
DC Hailakandi ordered salary cut of school Principal for hiding facts of Delhi returned son

৩০ মার্চ : ছেলে দিল্লি থেকে বাড়ি ফিরেছে। কিন্তু সে কথা প্রশাসনকে না জানানোয় রক্তচক্ষুর মুখে পড়লেন শিক্ষক বাবা। হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি স্থানীয় পাবলিক স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে শোকজ পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক রাজীব কুমার ঝাঁকে। শুধু তাই নয়, ওই অধ্যক্ষের এক মাসের বেতন কর্তন করার নির্দেশও দিয়েছেন জেলাশাসক।

বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে প্রশাসন আগেই জানিয়ে রেখেছিল যে, বাইরের রাজ্য থেকে বা বিদেশ থেকে কেউ এলে স্থানীয় হাসপাতাল বা থানায় তাঁর ট্র্যাভেল হিস্ট্রি জমা দিতে হবে। কিন্তু হাইলাকান্দি পাবলিক স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝারভূইয়া ছেলে দিল্লি থেকে ফেরার ১০ দিন পেরিয়ে গেলেও কোনও তথ্য জমা দেননি বলে অভিযোগ ওঠে। পরে তা জানাজানি হওয়ায় জেলাশাসক বিদ্যালয় পরিদর্শককে শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরিদর্শক ঝাঁ সাংবাদিকদের জানান, জেলাশাসকের নির্দেশে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, অধ্যক্ষের ছেলেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker