India & World UpdatesHappeningsBreaking News
দূষণে দুশ্চিন্তা, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ
৫ নভেম্বর: দিল্লিতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ধাক্কা মেরেছে৷ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দ্রুত ভরছে সরকারি, বেসরকারি হাসপাতালের শয্যা। কেজরী বৃহস্পতিবার বলেন, ‘‘দিল্লিতে অতিমারির তৃতীয় ঢেউ এসেছে। সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে আক্রান্তদের সংখ্যা দৈনিক ৩ হাজারের নীচে ছিল। তা বেড়েছে।’’
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শীত শুরু না হতেই সমগ্র উত্তর ভারত জুড়ে যেভাবে শস্যের গোড়া পোড়ানো শুরু হয় তা গোটা দেশের অতিমারি পরিস্থিতিকে আরও প্রাণঘাতী করে তুলবে। বিশেষ করে ভুগতে হবে দিল্লিকে।
দূষিত বাতাস ফুসফুস বা শরীরের অন্যান্য অংশে যে ক্ষতি করে, তাতে দেহের ভাইরাস সংক্রমণ রোখার ক্ষমতা কমে যায়। ফলে শীতের মরসুমে কোভিড ও দূষণের জোড়া ফলায় বিদ্ধ হয়ে ধরাশায়ী হবেন বহু মানুষ।