Barak UpdatesHappeningsBreaking News
দু্ল্লভছড়ার তিপরাপুঞ্জি মন্দির পুড়িয়ে দিল দুষ্কৃতীরা
ওয়েটুবরাক, ৭ নভেম্বরঃ দুল্লভছড়ায় দুই শতাধিক বছর পুরনো মন্দির জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় বরাক উপত্যকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
আগুন লাগানোর ঘটনাটি ঘটে সোমবার রাতে দামছড়া তিপরাপুঞ্জি এলাকায়৷ লক্ষ্মী ও নারায়ণের বিগ্রহ সহ মন্দিরের ভেতরের যাবতীয় সামগ্রী ভস্মীভূত হয়৷ জনজাতি পরিবারের মহিলারা মঙ্গলবার মন্দিরে গিয়ে কান্নায় ভেঙে পড়েন৷ অত্যন্ত ভক্তি-শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে নিত্য পূজার্চনা করতেন তাঁরা৷
এলাকাবাসী ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান৷ তাঁরা বলেন, মন্দিরের পাশেই দুটি প্লাস্টিকের গ্যালন পড়েছিল৷ তাতে স্পষ্ট, গ্যালন ভর্তি পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল৷ মন্দিরের জমি দখল করাই অগ্নিসংযোগের উদ্দেশ্য বলে মনে করছেন তাঁরা৷
জনজাতি গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন৷ বলেন, তারা ক্ষেতকৃষি করে কষ্ট করে বেঁচে থাকা মানুষ৷ কারও সঙ্গে ঝগড়াঝাটিতে নেই৷ কিন্তু জমির লোভে দুষ্কৃতীরা তাদের শান্তিতে থাকতে দিচ্ছে না৷