India & World UpdatesAnalyticsBreaking News
দলে বিদ্রোহ ! এলজেপি প্রধানের পদ থেকে সরলেন চিরাগ পাসোয়ান
১৫ জুন : দলের মধ্যে বিদ্রোহের জেরেই দলীয় প্রধানের পদ থেকে সরতে হল চিরাগ পাসোয়ানকে। লোক জনশক্তি পার্টির সভাপতি পদে ছিলেন রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। সোমবারই ওই দলে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন পাঁচ সাংসদ। এরপর থেকেই চিরাগের সব দলীয় পদ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। মঙ্গলবার জরুরি বৈঠকের পর তাঁকে দলের প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে বলে সূত্রের খবর। সূরয ভানকে বর্তমানে দলীয় সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। পরে নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি বেছে নেওয়া হবে।
বিক্ষুব্ধ নেতারা জানিয়েছেন ‘ওয়ান ম্যান, ওয়ান পোস্ট’ পলিসির ভিত্তিতে সরানো হয়েছে। চিরাগ একাধারে ছিলেন এলজেপি-র সংসদীয় নেতা, সংসদীয় বোর্ড চেয়ারম্যান। লোকসভায় চিরাগ পাসোয়ানের দল এলজেপির মোট ৬ জন সাংসদ। এর মধ্যে ৫ জনই দলের নেতা হিসেবে চাইছেন চিরাগের কাকা পশুপতি কুমার পরসকে। তাঁরা ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে তাঁদের ভিন্ন দল হিসেবে দেখতে আবেদন করেছেন।
সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই নীতীশ কুমারের সঙ্গে আড়ালে হাত মিলিয়েছেন পশুপতি। মন্ত্রিসভায় তাঁকে জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।