NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরার গ্রামে মিজোরাম সরকারের ১৪৪ ধারা জারি, পরে প্রত্যাহার
১৯ অক্টোবর: শুধু অসমই নয়, ত্রিপুরার সঙ্গেও সীমাবিবাদে জড়িয়েছে মিজোরাম৷ ত্রিপুরার ফুলডংসাই এলাকায় গত ১৬ অক্টোবর মিজোরামের মামিত জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে ত্রিপুরা সরকারের কড়া চিঠিতে রবিবার ওই আদেশ প্রত্যাহারে বাধ্য হয়।
ত্রিপুরায় একটি মন্দির নির্মাণ ঘিরে বিতর্ক বাঁধে৷ এর পরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে মিজোরামের মামিত জেলা প্রশাসন৷ তা দেখে কঠোর অবস্থান নেয় ত্রিপুরা সরকার। শনিবার তারা জানায়, ফুলডংসাই গ্রামটি উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর মহকুমায় জম্পুই হিলস আরডি ব্লকের অধীনস্থ। ত্রিপুরা সরকার বহুকাল আগে পর্যটন দফতরের অধীনে বেতলিংশিপ এ একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছিল। তাই ওই এলাকাতে মিজোরাম সরকারের মামিত জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি অত্যন্ত আপত্তিজনক।