NE UpdatesHappeningsBreaking News
তরুণ গগৈ সংকটমুক্ত, জানালেন চিকিৎসকরা
৩ নভেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বর্তমানে সংকটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগের তুলনায় তাঁর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে। দু’দিন আগে সংকটজনক অবস্থায় তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিন্টেনডেন্ট অভিজিৎ শর্মা জানান, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটর থেকে বাইরে আনা হয়েছে। তিনি এখন বিপদমুক্ত। তবে তাঁকে আগামী ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হবে। তিনি তাঁর সাংসদ ছেলের সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ অক্টোবর বিকেলে হাসপাতাল থেকে তাঁকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি দিসপুরে তাঁর সরকারি বাসভবনেই ছিলেন। তবে ঘরে থাকলেও তিনি চিকিতসকদের পর্যবেক্ষণেই ছিলেন। এর আগে গত ২৬ আগস্ট তরুণ গগৈ করোনায় আক্রান্ত হয়ে গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। করোনা থেকে মুক্ত হওয়ার পর তাঁর দেহে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল। এজন্য তাঁকে আইসিইউ-তে রাখা হয়।