India & World UpdatesHappeningsBreaking News
ঢাকা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০, এখনও আটকে অনেকে
ওয়েটুবরাক, ১০ মার্চ : ঢাকা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। গতকাল দু’টি দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। বিস্ফোরণে বিধ্বস্ত বিল্ডিংটি থেকে আরও দেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।
গতকাল উদ্ধার হওয়া দু’জনের একজন বিধ্বস্ত ভবনের ব্যবসায়ী মমিনুদ্দিন সুমন। অন্যজন তাঁর দোকানের কর্মী রবিন হোসেন (২০)।
মঙ্গলবার বিকেলে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার গুলিস্তান। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে শবেবরাতের ঠিক আগে এই ধরনের বিস্ফোরণকে সন্ত্রাসী হানা বলেই মনে করা হচ্ছে। আটতলা ভবনের একতলা ও দোতলায় বিস্ফোরণ ঘটেছে। বাড়িটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে বেসমেন্টে প্রবেশ করতে পারছে না উদ্ধারকারী দল। সেখানে আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।