India & World UpdatesHappeningsBusiness
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে একগুচ্ছ নিয়ম বদল
২ অক্টোবরঃ অনেক গ্রাহককে জালিয়াতির ফলে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়। সেটা কমাতে চলতি অক্টোবর মাস থেকে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে এক গুচ্ছ নিয়ম বদলাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
ডেবিট বা ক্রেডিট কার্ডে কোন পরিষেবা নেবেন আর কোনটা নেবেন না, তা ঠিক করতে পারবেন গ্রাহকরাই। অনলাইন লেনদেনের ক্ষেত্রেও গ্রাহকের পছন্দকেই গুরুত্ব দেওয়া হবে।
• এখন থেকে নতুন ডেবিট বা ক্রেডিট কার্ড শুধু দেশের ভিতরের লেনদেনের জন্য এটিএম ও পয়েন্ট অব সেল টার্মিনালে ব্যবহার করা যাবে।
• একজন গ্রাহক লেনদেনের সীমা ঠিক করতে পারবেন।
• এখনও পর্যন্ত যে সব ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে কোনও অনলাইন বা সংযোগহীন লেনদেন হয়নি, সেগুলির ক্ষেত্রে গ্রাহক না চাওয়া পর্যন্ত ওই সব পরিষেবা বন্ধ থাকবে।
• কোনও গ্রাহক যদি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন করতে চান, তবে তিনি ব্যাঙ্ককে জানিয়ে সেই পরিষেবা নিতে পারেন।
• কোনও গ্রাহক যদি কোনও সুবিধা নিতে চান বা বাদ দিতে চান তবে সেটা সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন। গ্রাহক নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে কার্ড ম্যানেজ করার সুযোগ পাবেন।