NE UpdatesHappeningsBreaking News

ডিমা হাসাওয়ে চার স্কুলের স্বীকৃতি বাতিল, প্রতিবাদ তৃণমূলের

ওয়েটুবরাক, ২ মার্চ : মাধ্যমিকে খারাপ ফলাফলের জন্য রাজ্যের যে ১০৫টি স্কুলের স্বীকৃতি বাতিল করে দিয়েছে আসাম মধ্যশিক্ষা পর্ষদ (সেবা), এর মধ্যে রয়েছে ডিমা হাসাও জেলার ৪টি স্কুলও৷ গত পাঁচ বছরের মধ্যে ওই স্কুলগুলিতে দশ শতাংশের বেশি ছাত্রছাত্রী পাস করতে পারেনি৷ সব পরীক্ষার্থী ফেল করার ঘটনা ঘটেছে একাধিক বার৷
স্কুলের স্বীকৃতি বাতিলের এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ডিমা হাসাও জেলা কমিটির সাধারণ সম্পাদক সেথমিনথাং খংসাই বলেন, চারটি স্কুলই প্রত্যন্ত এলাকায়৷ সেগুলি বন্ধ হয়ে গেলে ওইসব এলাকার পড়ুয়াদের দীর্ঘ পথ হেঁটে স্কুলে আসতে হবে৷ তা অনেকেই করতে চাইবে না৷ তাঁর কথায়, এমনিতেই পাহাড়ি এলাকায় শিক্ষাব্যবস্থা তলানিতে ঠেকেছে৷ আরও ছাত্রছাত্রীর পড়া বন্ধ হয়ে গেলে সমাজে সঙ্কট বাড়বে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker