Barak UpdatesHappeningsBreaking News

ডিএনএনকে স্কুলে লায়ন-লিওর স্বাস্থ্যশিবির

ওয়েটুবরাক, ২৩ মে : রবিবার লায়ন্স ক্লাব অব শিলচর স্কলার্স ও লিও ক্লাব অব শিলচর স্পার্কল্স-এর উদ্যোগে দীননাথ নবকিশোর উচ্চতর বালিকা বিদ্যালয়ে বন্যাক্রান্ত শরণার্থীদের জন্য এক স্বাস্থ্যশিবির আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ১৩২টি পরিবারের ৬৩৮ জন শরণার্থীর মধ্যে বয়স্ক ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ক্লাবের পক্ষ থেকে রোগ নির্ণয় করে উপযুক্ত ঔষধ প্রদান করা হয়। রোগী দেখেন ডাঃ মৃন্ময় চক্রবর্তী এবং ডাঃ কনকদীপ শর্মা৷

Rananuj

স্বাস্থ্য শিবিরের পাশাপাশি পড়াশোনায় আগ্রহী করে তুলতে ক্লাবগুলোর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পেন্সিল বক্স দেওয়া হয় এবং পড়াশোনায় ভালো হওয়ার সহজ টিপস শেয়ার করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিলচর স্কলার্স-এর সভাপতি অরিজিত গোস্বামী , লিও ক্লাবের সভাপতি দীপাঞ্জল দেব, সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য, গাইডিং লায়ন ও লিও এডভাইসর ইন্দ্রানী ভট্টাচার্য প্রমুখ। স্কুলের অধ্যক্ষ অভিজিত সাহাও তাঁদের সঙ্গে অনেকটা সময় দেন৷ তিনি লায়ন-লিওদের সেবাকার্যের  প্রশংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker