Barak UpdatesBreaking News
জয় শ্রীরাম বলায় গৌতম রায়ের ওপর পদক্ষেপ নয় : সুস্মিতা
১৫ জুন : প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বলেছেন, জয় শ্রীরাম বলায় গৌতম রায়ের ওপর দল অনুশাসন মূলক পদক্ষেপ নিচ্ছে বলে এই কংগ্রেস নেতা যে মন্তব্য করেছেন, সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব মতামত। সুস্মিতা বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি দলের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। দল বিরোধী কার্যকলাপের জন্য দল যে তাঁর ওপর পদক্ষেপ নিচ্ছে, সেটিকে তিনি সাম্প্রদায়িক রূপ দিতে চাইছেন। তিনি আরও বলেন, যে দল তাঁকে ক্ষমতা ও সম্মান দিয়েছে, সেই দল হারার পর তিনি যে উৎসব করেছেন, সেটাই দলের সঙ্গে প্রতারণামূলক কাজ হিসেবে গণ্য করা হয়েছে।
প্রসঙ্গত, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির জয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় নিজের অনুগামীদের নিয়ে উল্লাস করার অপরাধে এ বার তাঁর ওপর দলের শাস্তির খাড়া নেমে আসছে বলে দলেরই একটি সূত্র জানিয়েছে। শনিবারই গুয়াহাটির এক হোটেলে শুরু হয়েছে কংগ্রেসের পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির কারণ খতিয়ে দেখা হবে। বৈঠকে দলের সব বিধায়কদের উপস্থিত থাকতে আগেই বলেছিলেন প্রদেশ সভাপতি রিপুন বরা। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী দলের বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।
কংগ্রেসের একটি সূত্র বলেছে, এই বৈঠকেই গৌতম রায়ের বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সূত্রটি জানায়, জয় শ্রীরাম বলাটা কোনও অপরাধ মনে করে না কংগ্রেস। তবে বিজেপির জয়ে একজন কংগ্রেস নেতা হয়ে সমর্থকদের মধ্যে মিস্টি বিতরণ করে উল্লাস ব্যক্ত করা মোটেই কাম্য নয়। এদিকে গৌতম রায় এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, তিনি জয় শ্রীরাম বলার জন্যই দল তাঁর ওপর পদক্ষেপ নিচ্ছে।