Barak UpdatesBreaking News
জ্বলল শ্রমিক সর্দারের বাড়ি, স্বাভাবিক হল না রোজকান্দি বাগান
২৫ জুন : শনিবার শিলচর জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্না ও আন্দোলনের পর সোমবার রোজকান্দি বাগানে কিছু শ্রমিক কাজে যোগ দিলেন। তবে বাগানের শ্রমিকদের একটা বড় অংশ এদিন কাজে যোগদান থেকে বিরত থাকেন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বাগানের অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হলেও এদিন কার্যত তা হয়ে ওঠেনি। দিনভর গোটা বাগানে ছিল টানটান উত্তেজনা। সকাল থেকেই হাজির ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন ডিডিসি নবারুণ ভট্টাচার্য, ম্যাজিস্ট্রেট দীপময় ঠাকুরিয়া, শিলচর সদর থানার ওসি দিতুমণি গোস্বামী।
এ দিন বাগানের ফ্যাক্টরি ও অফিস চত্বরে সিআরপিএফ ও সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। তবে শ্রমিক ও মালিক পক্ষের বিপরীতমুখী অবস্থানের কোনও হেরফের হয়নি। তার ওপর দুপুরের দিকে মালিক পক্ষের ঘনিষ্ঠ বাগানের শ্রমিক সর্দার সুনীল বাকতির বাড়িতে আগুন লাগানোর ঘটনায় পরিস্থিতি কিছুটা উত্তেজনাকর হয়ে ওঠে। দ্রুত আগুন নেভানো হলেও ঘরটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সুনীল বাকতি অভিযোগ করেন, আন্দোলনকারীরা তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এ দিকে, এই শ্রমিক আন্দোলনের নেতৃত্বে থাকা বাবুল কুমার সহ অন্য কয়েকজন সোমবার থেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর এক বিবৃতি দিয়ে বলেছেন, বাবুল কুমার শ্রমিকদের ন্যায্য অধিকার পাইয়ে দেবার জন্য লড়াই করে যাচ্ছেন। অথচ তাকে গ্রেফতার করার ছক কষছে পুলিশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাবুল কুমারকে গ্রেফতার করা হলে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বড় ধরনের আন্দোলনে নামবে।