Barak UpdatesHappeningsBreaking News
জামিন পেয়ে আলগাপুরের বিধায়ক নিজামের মন্তব্য, তাঁকে রাজনৈতিক হত্যা করা হয়েছে
ওয়ে টু বরাক, ৪ জুলাই ঃ শেষমেশ জামিন পেলেন আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী। হাইলাকান্দি পুলিশ গত ২৮ জুন বিধায়ককে কাটাখাল পুলিশ ফাঁড়িতে গভীর রাতে প্রবেশ করে এক ব্যক্তিকে বেধড়ক মারধর, গাড়ি ভাঙচুর ও কর্তব্যরত পুলিশ কর্মীকে কাজে বাধা দান ইত্যাদি অভিযোগে গ্রেফতার করে আদালতে পেশ করেছিল। এরপর আদালত বিধায়ককে জেল হাজতে পাঠালে শারীরিক অসুস্থতার জন্য তিনি হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। এরপর দু-দুবার বিধায়কের জামিনের আবেদন খারিজ হয়ে গেলেও মঙ্গলবার তাঁকে জামিন দেওয়া হয়।
এ দিকে, জামিনে মুক্তি পেয়ে সমর্থক পরিবৃত হয়ে বিধায়ক নিজাম উদ্দিন বললেন, তিনি নিজে প্রচণ্ড অসুস্থ। গত ৩০ বছর ধরে সকাল-বিকেল ইনসুলিন নিচ্ছেন তিনি। এরপরই তিনি বলেন, তাঁকে রাজনৈতিক হত্যা করা হয়েছে। নিজের সতীর্থ বিধায়করাই তাঁকে রাজনৈতিক হত্যা করেছেন। এ প্রসঙ্গে তিনি হাইলাকান্দির নাম উল্লেখ করেছেন।
বার্মিজ সুপারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, গরিব মানুষের অনেক সুপারি গুদামে পচে নষ্ট হচ্ছে। কিন্তু হাইলাকান্দির জাতীয় সড়ক ধরে অনেক বার্মিজ সুপারি যাচ্ছে। তিনি তথ্য দিয়ে বলেন, হাইলাকান্দি জেলে ৯০ জন বন্দি রয়েছে। এরমধ্যে ৪০-৪৫ জন সুপারির কারণেই বন্দি রয়েছে। একমাত্র হাইলাকান্দির কোনও এক রাজনৈতিক নেতার জন্য এরা জেলে বন্দি রয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে বিধায়ক বলেছেন, দেশের আইনের ওপর তাঁর আস্থা রয়েছে। যে আইনজীবী ও সমর্থকরা তাঁকে জামিন পেতে সহায়তা করেছেন, তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।