Barak UpdatesHappeningsBreaking News
জমির পাট্টা পাচ্ছেন না হাইলাকান্দির রিয়াংরা, ক্ষোভ
ওয়েটুবরাক, ৭ মেঃ জমির পাট্টার দাবিতে সংগঠিত হচ্ছেন আসামের হাইলাকান্দি জেলার রিয়াংরা। শুক্রবার বিভিন্ন এলাকার শতাধিক রিয়াং নারী-পুরুষ সমবেত হয়ে প্রথমে জেলা প্রশাসনের ওপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেন। এর পরেও দাবি আদায় না হলে তাঁরা আদালতে যাবেন বলেও জানিয়ে রাখেন। অল আসাম ব্রু পিপলস ফোরামের সাধারণ সম্পাদক প্রদীপ রিয়াং বলেন, ২০০৫ সালের ফরেস্ট রাইট অ্যাক্ট অনুসারে তাঁরা পাট্টার অধিকারী হলেও হাইলাকান্দিতে নানা ধরনের নথি চেয়ে জনজাতিদের হয়রান করা হচ্ছে। এর দরুন তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে নিতে পারেন না। পান না অন্যান্য সরকারি সুযোগও। প্রদীপ বলেন, অন্যান্য রাজ্য তো বটেই, আসামেও সমস্ত জেলায় জনজাতিরা বনাঞ্চলে থাকলেও পাট্টা পাচ্ছেন। এমনকী কাছাড়, করিমগঞ্জেও কোনও সমস্যা নেই, কিন্তু হাইলাকান্দি কোনও যুক্তি মানতে নারাজ।
কাটলিছড়ার নুনাই সংরক্ষিত বনাঞ্চলের কুন্দানালায় আয়োজিত শুক্রবােরের বৈঠকে ট্রাইবাল ফরেস্ট রাইট কমিটি গঠন করা হয়েছে। সতেরো সদস্যের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সুমালি ত্রিপুরা। প্রদীপকুমার রিয়াং সাধারণ সম্পাদক৷