Barak UpdatesHappeningsBreaking News
জনতার হাতে টিয়াপাখি উদ্ধার, ব্যবসায়ী পলাতক
ওয়েটুবরাক, ৩ জুনঃ ব্যাগে পুরে টিয়াপাখি নিয়ে ঘুরছিল যুবক। সুযোগ বুঝে জেনে নিচ্ছিল, কারও চাই কি-না। শিলংপট্টিতে ভিডিও জার্নালিস্ট আহাদুল আহমেদ লস্করকে চিনতে না পেরে টিয়াপাখি বেচতে গিয়ে ধরা পড়ে যাচ্ছিল। আহাদুলের সঙ্গে ছিলেন আরেক ভিডিও জার্নালিস্ট ভোলা নাথ ও সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী। তিনজনে যখন প্রশ্নের পর প্রশ্ন করছিলেন, যুবকটি বুঝে যায়, বিপদ ঘনিয়ে আসছে। সুযোগ বুঝে আচমকা দৌড়ে পালায়। আহাদুলের হাতে তখনও একটি টিয়াপাখি। সে ওইটিকে রেখে দিয়েই পালিয়ে যায়।
পরে আহাদুল, জয়দীপ, ভোলারা ডিএফওর হাতে ওই টিয়াটিকে তুলে দেন। ডিএফও তাঁদের পশুপাখির প্রতি মমত্ববোধ ও সচেতনতার জন্য সাধুবাদ জানান। তবে জয়দীপ চক্রবর্তীর অভিযোগ, যুবকটির সঙ্গে কথা বলার সময়েই তাঁরা বন দফতরে ফোন করেছিলেন, সে সময় দ্রুত বনকর্মীরা পৌঁছালে পাখির ব্যবসায়ী যুবকটিকে যেমন গ্রেফতার করা যেত, তেমনি তার ব্যাগে থাকা বাকি টিয়াপাখিগুলিকেও উদ্ধার করা যেত।