Barak UpdatesHappeningsFeature Story

ছোট মূর্তি: সঙ্কটেও খুশির ছোঁয়া কুনালের মনে

৩ অক্টোবর: অসম সরকার জানিয়ে দিয়েছে, পূজা হতে পারে, তবে ছোট মূর্তিতে৷ লরিতে ওঠাতে-নামাতে যেন বেশি মানুষের প্রয়োজন না হয়৷ কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি ছোট-বড়র হিসেবটা আয়োজকদের কাছে না ছেড়ে উচ্চতা ৫ ফুট বেঁধে দিয়েছেন৷ মাথায় হাত মৃৎশিল্পীদের৷ এর অবশ্য বহু কারণ৷ প্রথমত, ছোট মূর্তির দাম কম৷ এমনিতেই সাতমাস ধরে কাজ নেই৷ দুর্গাপূজারও বরাত মেলেনি এখনও৷ এই সময়ে যদি এক-দুইটা পূজা কমিটি আসে! কিন্তু ৫ ফুট মূর্তিতে কত আর দাম মিলবে!

দ্বিতীয়ত, প্রত্যেকের স্টুডিওতে বাসন্তী প্রতিমা অবিক্রিত রয়ে গিয়েছে৷ আসলে বাসন্তীমূর্তি গড়ার কাজ শুরু হতেই করোনার প্রকোপ বাড়তে থাকে, জারি হয় দেশজোড়া লকডাউন৷ দুর্গাপূজায় বাসন্তীদেরই নতুন করে সাজিয়ে তুলছিলেন শিলচরের মৃৎশিল্পীরা৷ কিন্তু উচ্চতা যে সবকটিরই ৫ ফুট ছাড়িয়ে!

কোভিড সৃষ্ট এই সঙ্কট বেশ টের পাচ্ছে শিলচরের ঘরবরণ স্কুলের নবম শ্রেণির ছাত্র কুনাল দাসও৷ তার বাবা কাজল দাস মৃৎশিল্পী৷ প্রতিমা গড়েই সংসার চালান৷ রোজগার বন্ধ বাসন্তীপূজার আগে থেকে৷ এর মধ্যেও খুশির ছোঁয়া কুনালের মনে৷ এই প্রথম দুর্গাপ্রতিমা গড়ার অনুমতি পেয়েছে সে৷

১০ বছর বয়স থেকেই পড়ার ফাঁকে বাবাকে কাজে সাহায্য করে কুনাল৷ লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মার মূর্তি কবে থেকেই একা গড়ে নেয়৷ শখ ছিল, দুর্গাপ্রতিমা তৈরি করবে৷ এত বড় মূর্তিতে বাবা ঝুঁকি নিতে পারছিলেন না৷ এ বার ছোট মূর্তির কথা হতেই সাহস করে কাঠামো বেঁধে নেয় ১৫ বছরের কিশোর৷ আপত্তি করেননি কাজলবাবুও৷ বরং আশা করছেন, শেষদিকে পুজো করতে চাইবেন অনেকে৷ ছোট মূর্তি খুঁজবেন তাঁরা৷ তখন কুনালের দুর্গাই কোভিডের অভাবের সংসারে হাসি ফেরাতে পারে৷ আশাবাদী কুনালও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker