NE UpdatesAnalyticsBreaking News
চা শ্রমিকদের অ্যাকাউন্টে ফের ৩ হাজার করে দেবে রাজ্য সরকার
১৭ অক্টোবর : নির্বাচনের মুখে চা জনগোষ্ঠীর মানুষকে নানা ধরনের লোভনীয় অফার দিচ্ছে রাজ্য সরকার। যোরহাটে অনুষ্ঠিত বিজেপি চা মোর্চার রাজ্যস্তরের কার্যনির্বাহী সভায় অংশ নিয়ে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, আগামী নভেম্বর মাসে চা শ্রমিকদের ৭ লক্ষ ৫৯ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুনরায় ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এর আগেও চা শ্রমিকদের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, চা সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি ও ভাষা বাঁচিয়ে রাখার ওপর গুরুত্ব দেবে সরকার। নতুন শিক্ষানীতি প্রবর্তন হওয়ার পর চা বাগানের ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত তাদের নিজস্ব ভাষায় পাঠদান করা হবে বলে মন্ত্রী জানান। এ জন্য নতুন শিক্ষকের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী এ দিন আরও বলেন, চা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় থাকা কলেজগুলোতে অতিরিক্ত ১০ শতাংশ আসন চা সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত করা হবে। মন্ত্রী এও জানিয়েছেন, আগামী ১ ও ২ নভেম্বর আসামের ১১৯টি চা বাগানে হাইস্কুল নির্মাণের কাজ শুরু করা হবে। এরপর আগামী ৬ মাসের মধ্যে বিদ্যালয়ের নির্মাণ কাজ শেষ করে পাঠদান শুরু হবে। পরবর্তী সময়ে এই বিদ্যালয়গুলোকে হাইয়ার সেকেন্ডারি পর্যায়ে উন্নীত করা হবে।
শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, মেডিক্যাল শিক্ষায় বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার জন্য পৃথকভাবে মোট ১৮টি আসন চা জনগোষ্ঠীর পড়ুয়াদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া রাজ্যের অন্যান্য মেডিক্যাল চাকরিতেও সংরক্ষণের ব্যবস্থা করে তাদের আত্মনির্ভরশীল করার পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।