NE UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সরকারি কর্মচারী
গুয়াহাটি, ৭ ফেব্রুয়ারি : দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা নিয়েছে রাজ্য সরকারের। কিন্তু দুর্নীতি একপ্রকার নেশায় পরিণত হওয়া একাংশ সরকারি কর্মচারী এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে পারছেন না। তারই প্রমাণ মিলল গুয়াহাটির চান্দমারিতে।
চান্দমারি জলসেচ কার্যালয়ে সোমবার দুর্নীতি নিবারক শাখা অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করে এক সরকারি কর্মচারীকে। গ্রেফতার হওয়া এই কর্মী দীপ বণিয়া। এই কর্মচারী সেন্ট্রাল মনিটরিং সেলের পেনশন বিভাগের সিনিয়র সহকারী আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। পেনশনের নামে ২০০০ টাকা ঘুষ নিয়ে তিনি দুর্নীতি নিবারক শাখার জালে পড়েন।