NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি জলবিস্ফোরণের ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ
ওয়েটুবরাক, ২৬ মে: গুয়াহাটির খারঘুলিতে জলের পাইপ ফেটে জলবিস্ফোরণ ও তার ফলে এক মহিলার মৃত্যু, অনেকের জখম হওয়া এবং বহু বাড়ি, যানবাহন ধ্বংস হওয়ার ঘটনা নিয়ে লতাশিল থানায় জল বোর্ডের বিরুদ্ধে এফআইআর করল রাইজর দল। ঘটনার উচিত তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানায় তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও দেখা করেন রাইজর দলের নেতারা। নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংঘল ঘটনাস্থল ঘুরে দেখে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ২০২০ সাল থেকে এই পাইপ দিয়ে জল সরবরাহ চলছিল। পাইপের সংযোগস্থলের সিল ছিন্ন হয়ে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গোটা প্রকল্পের সেফটি অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। ঘর হারানো পরিবারদের জয়পুর স্কুলে রাখা হয়েছে। সেখানে গিয়েও দেখা করেন মন্ত্রী। খারঘুলির জয়পুরে এখন ঘর ভাঙা পরিবারগুলির হাহাকার চলছে। বাড়িগুলির ভিতরে থাকা সব টাকা, সরকারি প্রমাণপত্র, বইপত্র, আসবাব, বৈদ্যুতিক সরঞ্জাম এমনকী গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার সব ভেসে গিয়েছে। সাজানো বাড়ি, সংসার হারিয়ে সকলে এখন সরকারকে দোষ দিচ্ছে। চাওয়া হয়েছে পর্যাপ্ত ক্ষতিপূরণ। জেলাশাসক পল্লবগোপাল ঝা জানান, নিয়মমতে ক্ষতিপূরণ দেওয়া হবে। জল সরবরাহে কয়েকদিন সমস্যা হবে। অসম তৃণমূলের প্রতিনিধিরাও ঘটনাস্থল ঘুরে দেখে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন।