Barak UpdatesBreaking News

এটিএমে ঢুকেই দেখেন টাকা, ফিরিয়ে দিলেন সেনা ক্যাপ্টেন
Army Captain returns money he found in ATM counter

১ এপ্রিলঃ এটিএমে কার্ড ঢুকিয়ে টাকার অঙ্ক লিখলেও টাকা আসেনি, অথচ নিজের অ্যাকাউন্ট থেকে বাদ পড়ে গিয়েছে। এমন ঘটনা আকছার ঘটছে। উল্টোটাও কি ঘটে? কাছাড় জেলার কাশীপুরে স্টেট ব্যাঙ্কের এটিএম বুথে ঢুকে এমন ঘটনাই দেখলেন আসাম রাইফেলসের কদমতলা ব্যাটেলিয়নে কর্মরত ক্যাপ্টেন প্রবীণ কেভি।

কার্ড ঢোকানোর আগেই দেখেন, এটিএমের ট্রেতে পড়ে আছে ১০ হাজার টাকা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন ক্যাপ্টেন। এ দিক ও দিক তাকালেন। কিন্তু কাছেপিঠে কাউকে দেখা যায়নি। কী করেন এখন! শেষে নিজের কাজ সেরে সোজা চলে যান ব্যাঙ্কে। পুরো ঘটনা জানিয়ে ব্যাঙ্কে জমা করেন ট্রে-তে পাওয়া ১০ হাজার টাকা।

টাকার অঙ্ক সামান্য হলেও এমন ব্যাপার দেখে ব্যাঙ্ককর্মীদের সবাই বিস্মিত হন। দ্রুত প্রবীণকে সংবর্ধনার আয়োজন করা হয়। সেনা ক্যাপ্টেন অবশ্য বলেন, এ আর এমন কী কাজ করলাম। যার টাকা তাঁর কাছে পৌঁছে দিতে চেয়েছি মাত্র। ব্যাঙ্ককর্তারা অবশ্য বলেন, কোন গ্রাহক টাকা না নিয়ে চলে গিয়েছেন, তা খুঁজে বের করা মোটেও কঠিন ব্যাপার নয়। তাঁর অ্যাকাউন্টে তাঁরা সেই টাকা ফিরিয়ে দেবেন।

April 1: A rare incident came to surface inside an ATM booth. Captain Praveen KV, posted with Assam Rifles Kadamtala Battalion went inside a SBI ATM managed by Kashipur branch of State Bank of India at Cachar district. Just as he was about to punch his card, he noticed Rs. 10,000 on the tray of the ATM machine. Captain Praveen waited for sometime. He looked here and there, but there was none around.

He could understand that someone had used the machine before him, but may be due to technical error the money did not came out then and so the person left. Finally, after finishing his works, the Captain went straight to the Bank. He informed the bank officials and deposited Rs.10,000 with the bank.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker