Barak UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে শিলচরেও প্রতিবাদ দিবস পালিত
৩ ফেব্রুয়ারি: দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের আহ্বানে সর্বভারতীয় প্রতিবাদ দিবস পালন উপলক্ষে বুধবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্না প্রদর্শন করে সি আই টি ইউ, এ আই টি ইউ সি, এ আই ইউ টি ইউ সি, এ আই সি সি টি ইউ, এ আই কে এস, টি ইউ সি সি, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন, এন টি ইউ আই, ফোরাম ফর সোশ্যাল হারমনি, ই ডব্লিউ টি সি সি প্রমুখ সংগঠনের কর্মী, সমর্থকেরা। ধর্না প্রদর্শনের পর সেখানে বক্তব্য রাখেন সমীরণ আচার্য, রফিক আহমেদ, সুব্রত চন্দ্র নাথ, মানস দাস, হায়দার হোসেন চৌধুরী, মৃণাল কান্তি সোম, মিহির নন্দী, অরবিন্দ দেব প্রমুখ ।
বক্তারা বলেন, বর্তমান কেন্দ্র সরকার শ্রম আইনে পরিবর্তন এনে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। কৃষকদের স্বার্থবিরোধী কৃষি আইন প্রবর্তন করে কৃষিক্ষেত্রকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে। তারা এও বলেন, বিদ্যুৎ বিল পাশ করে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণের দায়িত্ব কর্পোরেটদের হাতে তুলে দিতে পরিকল্পনা তৈরি করেছে। বর্তমান সরকারের জনবিরোধী নীতিসমূহের বিরুদ্ধে যুক্ত আন্দোলন গড়ে তোলার বাইরে আর কোনও পথ দেশের শ্রমজীবী মানুষের কাছে নেই। তাই লাগাতার আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা শিলচরের পানপট্টিস্থিত বিদ্যুৎ কার্যালয়ে হাজির হয়ে শ্রমিকদের প্রতি সংহতি প্রকাশ করে ।