India & World UpdatesHappeningsBreaking News
কৃষক বিক্ষোভ তৃতীয় দিনে, আজ কথা হবে কেন্দ্রের সঙ্গে
মঙ্গলবার সকালে কৃষকেরা ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয়। কৃষকদের রুখতে পুলিশ গোটা এলাকা ঘিরে দেয়। কার্যত দুর্গের চেহারা নেয় দিল্লি। বার বার পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী।
মঙ্গলবার কৃষক মিছিল রাজধানীতে প্রবেশ করার আগেই আটকে দেয় দিল্লি পুলিশ। পঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ব্যাপক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। পঞ্জাব-হরিয়ানা এবং দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় বিশাল ব্যারিকেড তৈরি করে দিল্লি পুলিশ। রাস্তায় লোহার পেরেক বসানো থেকে কাঁটাতারের বেড়াও দেওয়া হয়।
উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে এদিনও দলে দলে কৃষকরা এসে যোগ দিচ্ছেন আন্দোলনে। ৫০০জন মহিলা কৃষকের একটি দলও শম্ভু সীমান্তে এসে পৌঁছেছে। তাঁদের বক্তব্য, কেন্দ্রের বিরুদ্ধে তাঁদের ভাইরা যে লড়াই চালাচ্ছেন তাকে সমর্থন জানাতে তাঁরা এসেছেন। সবমিলিয়ে এক ‘মহাসংগ্রাম’ শুরু করে দিয়েছেন কৃষকরা। দিল্লি পৌঁছাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই দিল্লি-হরিয়ানা সীমান্তে শম্ভু বর্ডারের কাছে বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙে ফেলেছেন তাঁরা।