Barak UpdatesHappeningsBreaking News

কুমারী পূজাও হল শিলচরে কংগ্রেসের দুর্গোৎসবে

ওয়েটুবরাক, ২৩ অকটোবর : এ বার দুর্গাপূজার আয়োজন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি৷ মঙ্গলবার নবমী তিথিতে পূজামণ্ডপেই হয় কুমারী পূজা৷ ৫ বছরের সৃষ্টি চক্রবর্তীকে দেবী হিসেবে পূজার্চনা করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল৷

Rananuj

পূজা কমিটির সভাপতি সীমান্ত ভট্টাচার্য জানান,
শিলচরে তো বটেই, অসমে আর কোথাও কোনও সময় কংগ্রেসের পক্ষ থেকে শারদোৎসবের আয়োজন করা হয়নি৷ হঠাৎ শিলচরে এমন আয়োজন কেন? প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায় বলেন, চতুর্দিকে অশুভ শক্তির দপদপানি বেড়ে গিয়েছে৷ তাদের বিনাশ করতেই তাঁরা মায়ের আরাধনা করছেন৷ তবে একাংশ আবার এর মধ্যে ভিন্ন রাজনীতি দেখতে পান৷ তাদের কথায়, কংগ্রেসের হিন্দুভোটে ক্রমে ধস নামছে৷ তা ঠেকাতেই ধর্মনিরপেক্ষতা থেকে কিছুটা সরে এলেন তাঁরা৷ এই বক্তব্য অস্বীকার করলেন সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায়রা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker