Barak UpdatesHappeningsBreaking News
কাল শিলচর আসছেন আরেক নির্বাচন পর্যবেক্ষক
ওয়েটুবরাক, ১৩ মার্চ: কাছাড় জেলার উধারবন্দ ও লক্ষীপুর বিধানসভা নির্বাচন প্রক্রিয়া তদারকির জন্য নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তী (আইএএস) রবিবার বিমানে শিলচর এসে পৌঁছবেন। তিনি নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাছাড় জেলায় অবস্থান করবেন। কাছাড় জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে গঠিত অবজার্ভার সেল থেকে অসীম কুমার নাগকে পর্যবেক্ষক চক্রবর্তীর প্রটোকল অফিসার নিযুক্ত করা হয়েছে।
কাছাড়ে নির্বাচন পরিচালনায় গঠিত মিডিয়া অ্যান্ড পাবলিসিটি সেল সূত্রে জানা গিয়েছে, কাছাড় জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত তিন সাধারণ পর্যবেক্ষক ও এক পুলিশ পর্যবেক্ষক ইতিমধ্যে শিলচর এসে পৌছেছেন । এরা হলেন অম্লান আদিত্য বিশ্বাস (আইএএস), কৈলাশ পাগাড়ে (আইএএস), ও কুমার রাজীব রঞ্জন (আইএএস) তিন সাধারণ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক এম সাথিয়া প্রিয়া (আইপিএস)। তাঁরা শিলচর সার্কিট হাউসে অবস্থান করছেন। জনসাধারণ, রাজনৈতিক দল ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।