Barak UpdatesHappeningsBreaking News
কালাইনে নিগ্রহ, শিলচরে প্রাণে মারার হুমকি, এসপি সকাশে সাংবাদিকদল
২৯ নভেম্বরঃ শনিবার কালাইনে যুগশঙ্খের সাংবাদিক ইমাদউদ্দিন মজুমদারকে শারীরিক নিগ্রহের কিছুক্ষণ পরই শিলচর কাঁঠাল রোডে সাময়িক প্রসঙ্গের সাংবাদিক হিমু লস্করকে প্রাণে মারার হুমকি দিয়েছে দুষ্কৃতীদল। দুটি বিচ্ছিন্ন ঘটনা হলেও কাছাড়ের সাংবাদিকদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। রবিবার দল বেঁধে ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিকরা জেলার পুলিশ সুপার বানোয়ারিলাল মিনার সঙ্গে সাক্ষাত করেন। পুলিশ সুপার অবশ্য অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কাটিগড়ার ওসি-কে বলেন, দোষীদের খুঁজে বের করতে হবে।
অন্যদিকে, হিমু লস্করকে যে টিপারের মালিক-চালকরাই হুমকি দিয়েছে, তা স্পষ্ট। কাঁঠাল রোডে দিন কয়েক আগে টিপারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর পর সাময়িক প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ হলে একে ঘিরেই ক্ষোভ ঝাড়া হয় হিমুর ওপর। তাঁকে হুমকির ঢঙে বলা হয়, “মলিন শর্মাকে যেভাবে মারা হয়েছে, আরও দুয়েকটাকে সেভাবে মারতে হবে। বড় বেড়ে গিয়েছে।” পাশে দাঁড়িয়ে আরেকজন নিজের গাড়ির চাবি দেখিয়ে মন্তব্য করেন, “যা, মারতে হলে আমার গাড়ি নিয়ে যা।”
এই ঘটনায় স্পষ্ট, বিটিএনের সাংবাদিক মলিন শর্মার মৃত্যু শুধু দুর্ঘটনা নয়। এ উদ্দেশ্যমূলক খুন। হিমুর হুমকিদাতাদের খুঁজে বের করা গেলে মলিন শর্মার মৃত্যুরহস্যও বেরিয়ে আসবে। সাংবাদিকরা তাই দ্রুত দোষীদের চিহ্নিত করতে আর্জি জানান। পুলিশ সুপার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জানান, কাঁঠাল রোডে নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হবে।
সাংবাদিকরা অভিযোগ করেন, পরপর ঘটনা সংঘটিত করে দোষীরা পার পেয়ে যাচ্ছে বলে তাদের স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাতে সাধারণ মানুষও উদ্বেগে।