Barak UpdatesBreaking News

কাছাড়ে ২৬টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১৭, কং ৭, নির্দল ২

১৩ ডিসেম্বর : অন্যবারের তুলনায় মাত্রাতিরিক্ত দেরিতে চলছে রামনগর আইএসবিটিতে কাছাড় জেলার ২৭টি জেলা পরিষদ আসনের ভোট গণনা। রাত কাটিয়ে ভোর হলেও এ পর্যন্ত কোনও জেলা পরিষদ আসনের ঘোষণা নেই।এমনকী, কোন আসনে কারা এগিয়ে, সেই গতিপ্রকৃতিও বোঝা যাচ্ছে না। শুধুমাত্র উত্তর লক্ষ্মীপুর জেলা পরিষদ আসন বিজেপি পেতে চলেছে, এ কথাই সরকারিভাবে জানানো হয়েছে। আর ২৬টি গ্রাম পঞ্চায়েত সভাপতির জয়ের কথা ঘোষণা করা হয়েছে। যে ২৬টি গ্রাম পঞ্চায়েত সভাপতির ফল ঘোষণা করা হয়েছে,তার মধ্যে বিজেপি ১৭টি, কংগ্রেস ৭টি ও ২টি নির্দল প্রার্থী রয়েছেন। ঘোষিত ২৫টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে ১৬টি গেছে বিজেপির ঝুলিতে, বাকি ৮টিতে কংগ্রেস ও ১টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন।

এই সব গ্রাম পঞ্চায়েতের অধীনে ২৫০টি গ্রুপ সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থীরা ১২৫টিতে, কংগ্রেস প্রার্থীরা ৮০টিতে, অগপ ১ এবং নির্দল প্রার্থীরা ৪৫টি আসনে জয়লাভ করেছেন।

প্রসঙ্গত, ২টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজেপি বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছে। পঞ্চায়েত সদস্য পদেও এরা ২৮টি আসন কোনও লড়াই ছাড়াই জিতে নিয়েছে। মোট ৪৪টি বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ীর মধ্যে ১৩টি কংগ্রেস ও ৩টি নির্দল।

এর মধ্যে লক্ষ্মীপুরের নারাইনপুর টি এস্টেট পঞ্চায়েতে বিজয়ী হয়েছেন বিজেপির রাজকুমারী বানিয়া। তিনি পেয়েছেন ১০৭৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী অনিতা নমঃশূদ্র ৭০৪টি ভোট পেয়েছেন। মোট ২ হাজার ৬৭৮ ভোটের মধ্যে ২৬৩টি ভোট বাতিল বলে গণ্য হয়। এই পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে বিজেপির জগত রী, ২ নং-এ বিজেপির মিন্টু শাহু, ৩ নং-এ নির্দল বীনা মাল, ৪ নং ওয়ার্ডে নির্দল লাভলি ভূমিজ, ৫ নং-এ বিজেপির বাবুল গঞ্জু, ৬নং ওয়ার্ডে বিজেপির স্বপ্না লোধ, ৯ নং ওয়ার্ডে কংগ্রেসের মিঠুন ঘাটোয়ার, ১০ নং ওয়ার্ডে জেতেন কংগ্রেসের মতি রী। সেখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী হয়েছেন বিজেপির সত্যবামা নমঃশূদ্র।

ধলাইয়ে গঙ্গানগর ও দিদারখুশ জিপিতে বিজেপি জিতেছে। গঙ্গানগরে জিপি সভাপতি হলেন শৈলেন্দ্রচন্দ্র দাস এবং দিদারখুশে এয়ারুন নেসা। দিদারখুশে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের সবকটি সদস্য পদও বিজেপির দখলে গিয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন রঞ্জনকুমার দাস।

উল্লেখ্য, প্রথম দিন ১৪টি জেলা পরিষদ এবং ৮৫টি গ্রাম পঞ্চায়েত সভাপতি ও সংশ্লিষ্ট আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্যদের গণনা চলছে। এদিকে, কাছাড়ের জেলাশাসক ডা: এস লক্ষণন জানান, বৃহস্পতিবার সকালের আগে জেলা পরিষদ আসনের ফলাফল আসার সম্ভাবনা নেই। তিনি বলেন, সকাল ৮টা নাগাদ প্রথম জেলা পরিষদ আসনের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker