Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের জীবিকাসখীদেরও স্কুটি, এসএইচজি-কে ৫০ হাজার করে
২৬ ফেব্রুয়ারিঃ শুক্রবার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে কাছাড় জেলার জীবিকাসখীদের স্কুটি দিল সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকার। এ উপলক্ষ্যে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়, বরাক ভ্যালি কমিশনার মনীশ ঠাকুর, ডিআইজি দিলীপকুমার দে, জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বিএল মিনা প্রমুখ। আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন প্রকল্পে জেলায় মোট ১৯৬জন জীবিকাসখীকে স্কুটি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
এ দিন আনুষ্ঠানিকভাবে তাঁদের কয়েকজনের হাতে চাবি তুলে দেওয়া হয়। বিভাগীয় কর্তারা জানান, এর মূল লক্ষ্য হচ্ছে, আত্মসহায়ক গোষ্ঠী কার্যক্রমকে অধিকতর গতিশীল করতে জীবিকাসখীরা যেন জেলার যে কোনও জায়গায় দ্রুত পৌঁছাতে পারেন, সে জন্যই তাঁদের স্কুটি প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলার মনোনীত ১২৪২টি আত্মসহায়ক গোষ্ঠীকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।