NE UpdatesHappeningsBreaking News

কলেজ শিক্ষক নিয়োগের নতুন নিয়মের বিরোধিতায় উত্তাল গুয়াহাটি

গুয়াহাটি : কলেজ শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাবিত নতুন নিয়মের বিরুদ্ধে গুয়াহাটির বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এই নতুন নিয়মের বিরোধিতা করে এসএফআই, ডিওয়াইএফআই, এআইওয়াইএফ, আইসা, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি গুয়াহাটিতে আন্দোলন-কর্মসূচির আয়োজন করে।

Rananuj

সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিক্ষোভকারীরা দিঘালিপুখুরির পাড়ে মিলিত হন। পরে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ইত্যাদি হাতে নিয়ে স্লোগান দেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য নেতা নিরঙ্কুশ নাথ বলেন, “নির্দিষ্ট বিষয়ে গবেষণা ও অভিজ্ঞতাকে সম্পূর্ণ অবজ্ঞা করে কলেজ শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাবিত নিয়মগুলির তীব্র বিরোধিতা করছে রাজ্যের ছাত্র ও যুব সংগঠনগুলি।”

তিনি আরও বলেন, “অসম কলেজ কর্মচারী (প্রাদেশিককরণ) নীতি, ২০২৪-এর খসড়ায় কলেজ শিক্ষক নিয়োগের জন্য নতুন নিয়ম প্রস্তাব করা হয়েছে। রাজ্যে এর বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা হয়। কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এই বিক্ষোভে অংশ নেন। গবেষক, স্নাতকোত্তর শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা, কলেজ শিক্ষক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন ছাত্র-সংগঠন এর তীব্র বিরোধিতা করে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই নতুন নিয়মে গবেষণার দিকটিকে উপেক্ষা করা হয়েছে। আবার, নিয়োগ পরীক্ষা পরিচালনার বিষয়টি নেট বা স্লেট পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারের এই সিদ্ধান্ত আগামী দিনে গবেষণার দিক আরও সংকুচিত করবে।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে এই নতুন নিয়ম ২০২৬ সাল থেকে কার্যকর করা হবে। যদি তাই হয়, তাহলে এখনই খরচ কেন করা হয়েছে? মুখ্যমন্ত্রী কোনও পক্ষের সঙ্গে পরামর্শ না করে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে উচ্চশিক্ষাকে ধ্বংস করতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker