Barak Updates
করোনা সংকটেও গ্রামোন্নয়নে কর্মসংস্থান হয়েছে, সর্বাকে জানাল বিভাগ
৫ জুন : করোনা বিপর্যয়ের সময়েও বিভিন্ন গ্রামে কর্মসংস্থানের সুবিধে করে দিয়েছে গ্রামোন্নয়ন বিভাগ। এমনকী এমজিএনরেগা প্রকল্পে তো প্রায় ৪৩ শতাংশ মহিলা কাজ পেয়েছেন। শুক্রবার মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে জানায় গ্রামোন্নয়ন বিভাগ। এ দিন রাজ্যের বিভাগীয় মন্ত্রী সহ গ্রামোন্নয়নের পদস্থ কর্তাদের নিয়ে এক আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এতে করোনা সঙ্কটের সময় বিভাগীয় কাজকর্ম সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করানো হয়।
রাজ্যের প্রত্যেক কৃষক সহ প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আত্মনির্ভর করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন সর্বানন্দ। করোনা পরবর্তী সময়ে গ্রামীণ প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নিয়েও বৈঠকে আলোচনা হয়। এর আগে গ্রামোন্নয়ন দফতর চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগান মুখ্যমন্ত্রী। তিনি সংক্ষিপ্তভাবে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন।