Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ জেলে বন্দি চাঁদনি শেখ জন্ম দিলেন পুত্রসন্তানের

ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : করিমগঞ্জ জেলে বন্দি চাঁদনি শেখ এক পুত্রসন্তানের জন্ম দিলেন৷ গত ১১ অক্টোবর জেল থেকে তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ সে দিনই সিজারিয়ান পদ্ধতিতে তাঁর প্রসব করানো হয়৷ সাতদিন পুলিশের প্রহরায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেখে আজ মঙ্গলবার মা-ছেলেকে জেলে পাঠানো হয়৷

চার মাস আগে চোরাপথে বাংলাদেশে ফেরার সময় ধরা পড়েন চাঁদনি৷ তখনই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি৷
করিমগঞ্জ জেলার বদরপুর রেলস্টেশনে ধরা পড়েই চাঁদনি পুলিশকে জানিয়েছিলেন, কাজের সন্ধানে চোরাপথে ভারতে ঢুকেছিলেন৷ মুম্বাইয়ে গিয়ে কয়েকমাস কাজও করেন৷ পরে বাড়ি ফেরার জন্য ট্রেনে আসেন৷ দালাল ধরে কোনও এক সীমান্ত দিয়ে নিজের দেশে পা রাখার পরিকল্পনা ছিল ৷ কিন্তু বদরপুর স্টেশনে পুলিশের সন্দেহ হওয়ায় ধরা পড়ে যান তিনি৷

বিদেশির গর্ভে ও ভারতের মাটিতে জন্ম হওয়া শিশুর নাগরিকত্ব নিয়ে করিমগঞ্জে এখন বেশ চর্চা৷ শিলচর আদালতের আইনজীবী ধর্মানন্দ দেব বলেন, জন্মসূত্রে ভারতীয়র নিয়ম বদলে গিয়েছে৷ এখন ভারতীয় নাগরিকত্ব আইনে বলা হয়েছে, মা বা বাবা একজন ঘোষিত বিদেশি হলেই সন্তান ভারতীয় নন৷ অসমে অবশ্য ওই সব প্রযোজ্য নয়৷ এই রাজ্যের জন্য সংশোধিত ধারায় সকলের জন্য একই নিয়ম, ১৯৬৬ সালের আগে থেকে তার পূর্বপুরুষদের এখানে বসবাস করতে হবে৷ ১৯৬৬ থেকে ১৯৭১-র মধ্যবর্তী সময়ে এলে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হবে৷ ১৯৭১-র পরে এলে বিদেশি৷ করিমগঞ্জ জেলে বেড়ে উঠলেও সমস্ত সূত্রেই ওই নবজাতক বিদেশিই হবে, জানান ধর্মানন্দ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker