SportsBreaking News

১২ বছর পর ৯-১০ সেপ্টেম্বর আম্পায়ার সেমিনার শিলচরে
After 12 long years, ‘Umpires Seminar’ to be held at Silchar on 9 & 10 September

৩০ আগস্টঃ আম্পায়ার সেমিনার কাম ওয়ার্কশপের আয়োজন করেছে শিলচর ভেটেরন ক্রিকেটার্স ক্লাব। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর শিলচরে ডিএসএ সংলগ্ন আশীর্বাদ ভবনে এই সেমিনার হবে। ক্লাবের সভাপতি বিজেন্দ্রপ্রসাদ সিংহ জানান, সত্যজিত লাহিড়ি ও সোমনাথ ঝাকে প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা এরই মধ্যে পাকা কথা দিয়েছেন।

Rananuj

লাহিড়ি মহেন্দ্র সিং ধোনির অ্যাকাডেমির চিফ কোচ এবং বিসিসিআই-র প্যানেলভুক্ত আম্পায়ার। সোমনাথবাবু ঝাড়খণ্ড রাজ্য দলের কোচ ছিলেন। দুজনেই দীর্ঘদিন খেলেছেন। ফলে বন্ধঘরে ক্লাশের সঙ্গে মাঠেও তাঁরা তাদের অভিজ্ঞতা ভাগ করবেন।

বিজেন্দ্রবাবুর কথায়, এটি রাজ্য পর্যায়ের সেমিনার। বিভিন্ন জেলা থেকে আম্পায়াররা আসবেন প্রশিক্ষণের জন্য। সবকটি ডিএসএ-কে প্রশিক্ষার্থী পাঠানোর জন্য চিঠি লেখা হয়েছে।

শিলচর ডিএসএ-র সভাপতি বাবুল হোড় জানিয়েছেন, এর আগে ২০০৭ সালে আম্পায়ার ওয়ার্কশপ হয়েছিল। অনেকদিন ধরেই এই ধরনের একটা আম্পায়ার সেমিনারের প্রয়োজনীয়তা বোধ হচ্ছিল। ভেটেরন ক্রিকেটাররা এই উদ্যোগ নেওয়ায় ভালই হয়েছে। ডিএসএ সর্বতোভাবে তাদের পাশে রয়েছে বলেও অঙ্গীকার করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে নিরঞ্জন দাস, অনিরুদ্ধ লস্কর সহ বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker