Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ভোটগণনার মক ড্রিল শনিবার, শুক্রবার ড্রেস রিহার্সাল
April 28, 2021
ওয়েটুবরাক, ২৮ এপ্রিল: আগামী শনিবার করিমগঞ্জের পাঁচটি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং সুপারভাইজারদের মক ড্রিল অনুষ্ঠিত হবে৷ জেলাশাসকের কনফারেন্স হলে দুপুর ১২টায় ওই মক ড্রিল অনুষ্ঠিত হবে। রাতাবাড়ি বিধানসভা আসনের কাউন্টিং সুপারভাইজারা হলেন করিমগঞ্জ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. রাজীব দাস ও ডিএমসি অফিসের ইডিপি ধৃতিসুন্দর সরকার। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের দুইজন হলেন ডিএমসি অফিসের ইডিপি নীলাঞ্জন গোস্বামী ও দক্ষিণ করিমগঞ্জ বিইইও অফিসের ইডিপি সত্যব্রত ভট্টাচার্য। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে একজন সুপারভাইজর— সিএসসি ম্যানেজার অপূর্ব গোয়ালা। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও একজন — পাথারকান্দি বিডিও অফিসের এমআইএস প্রাঞ্জল শর্মা। আর বদরপুর বিধানসভা কেন্দ্রে সুরজিৎ সিনহা।
জেলা জনসংযোগ জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে করিমগঞ্জে কাল শুক্রবার অনলাইনে ভোট গণনার অ্যাংকর কাউন্টিং অ্যাপ্লিকেশন ড্রেস রিহার্সাল অনুষ্ঠিত হবে । গণনা কেন্দ্র করিমগঞ্জ কলেজে বেলা বারোটায় এই রিহার্সাল চলবে । জেলার পাঁচটি বিধানসভা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এই রিহার্সালের খবর চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন।