NE UpdatesHappeningsBreaking News
সাতসকালেই কেঁপে উঠল মাটি ! প্রাবল্য ৪.৪
গুয়াহাটি, ২৯ মে ঃ সোমবার সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল আসাম। এই ভূ-কম্পের উতপত্তিস্থল ছিল শোণিতপুর। এর কেন্দ্রবিন্দু ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে। জাতীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর প্রাবল্য ছিল ৪.৪। এ দিন সকাল ৮টা বেজে ৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে।
এর আগেও শোণিতপুরে বেশ কয়েকবার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ২০২১ সালের ২৮ এপ্রিল শোণিতপুরে ৬.৮ প্রাবল্যের কম্পন অনুভূত হয়েছিল। তার পরদিন আরও ৪টি বড় ঝটকা অনুভূত হয়েছিল এই স্থানেই। ওই সময় এক সপ্তাহে মোট ৩৪ বার কেঁপেছে শোণিতপুরের মাটি। এমনিতেই আসামের বেশ কয়েকটি অঞ্চল ভূ-কম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য সরকার দুর্যোগ মোকাবিলা বিভাগকে শক্তিশালী করে তুলেছে।
সোমবার এই কম্পন গুয়াহাটি ও আশপাশ অঞ্চলেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোথাও ক্ষয়ক্ষতি হয়নি। অনেকেই এই কম্পনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। গুয়াহাটি ছাড়াও মেঘালয় ও অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানে কম্পন অনুভূত হয়েছে।