NE UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে পাওয়া সফলতার সম্প্রসারণ সামাগুড়ি : হিমন্ত
নবনির্বাচিত তিন বিধায়ককে সংবর্ধনা বিজেপি সদর কার্যালয়ে
গুয়াহাটি, ২৫ নভেম্বর : অসমের ৫টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি ও মিত্রজোটের প্রার্থীরা জয়ী হওয়ার পর তাঁদের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গুয়াহাটির বশিষ্ঠয় থাকা বিজেপি কার্যালয়ে দলের নব নির্বাচিত তিন বিধায়ককে সম্মান জানানো হয়। এর পাশাপাশি বিজেপি ও মিত্রজোটের প্রার্থীদের জয়ী করায় মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।
এ দিন যে তিনজনকে সম্মান জানানো হয়, তাঁরা হলেন বিহালির দিগন্ত ঘাটোয়ার, সামাগুড়ির দিপ্লুরঞ্জন শর্মা ও ধলাইর নীহার রঞ্জন দাস। নতুন নির্বাচিত বিধায়কদের সংবর্ধনা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সামাগুড়ি আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। টিকিট দেওয়ার দিনও অল্প সময়ের জন্য এই আসনে আমরা জয়ী হব বলে ভাবতে পারিনি।’
তিনি আরও বলেন, অসমে যে পরিমাণ সরকারি প্রকল্প রূপায়ণ করা হয়, তাতে আমাদের লক্ষ্য থাকে যাতে জনগণ এর সুফল পান, এতে আমরা ধর্ম বিচার করি না। আমাদের নীতি অনুযায়ী,রাষ্ট্র সম্পদের প্রথম অধিকার রয়েছে গরিব মানুষের। লোকসভায়ও করিমগঞ্জ ছিল একটি কঠিন কেন্দ্র ছিল। একসময় প্রায় অসম্ভব বলেও মেনে নিয়েছিলাম। কেন্দ্র পুনর্নির্ধারণের পর ভোট বিভাজনে নয়, সব ধর্মের ভোটেই আমরা জয়ী হয়েছি। মুখ্যমন্ত্রী বলেন, করিমগঞ্জে পাওয়া সফলতার সম্প্রসারণ হচ্ছে সামাগুড়ি। এই জয়ের জন্য দলের কর্ম পদ্ধতির পরিবর্তন করা হয়নি।
এ দিনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, সাংগঠনিক সম্পাদক, রবীন্দ্র রাজু, মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, পীযুষ হাজরিকা, ডাঃ রণোজ পেগু প্রমুখ উপস্থিত ছিলেন।