NE UpdatesHappeningsBreaking News
কঠিন লড়াই ! তিন বছর পর সন্তানকে ফিরে পেলেন মা
১১ জুন : নিম্ন আসামের বরপেটা জেলার এক মহিলা ডিএনএ রিপোর্টের ভিত্তিতে ৩ বছর পর নিজের ছেলেকে ফিরে পেয়েছেন। প্রকৃতপক্ষে ডিএনএ রিপোর্ট আসার পরই আদালত শিশুটিকে ওই মহিলার কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ভুলবশত নাজমা খানমের শিশুটিকে কোকরাঝাড় জেলার অন্য একটি পরিবারের কাছে হস্তান্তর করেছিল, যারা তাকে এত বছর ধরে লালনপালন করে আসছিল।
খানমকে তার ছেলেকে কোলে নেওয়ার জন্য আদালতে তিন বছর অপেক্ষা করতে হয়েছে এবং লড়াই চালিয়ে যেতে হয়েছে। ২০১৯ সালের মে মাসে, একই নামের দুই গর্ভবতী মহিলা – বরপেটা থেকে নাজমা খানম এবং কোকরাঝাড় জেলার নাজমা খাতুনকে বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৩ মে দুই মহিলা সন্তানের জন্ম দিইয়েছিলেন। কিন্তু খাতুনের সন্তান মৃত অবস্থায় জন্ম নেয়।
এরপরই হাসপাতাল প্রশাসন ঘটনাক্রমে জীবিত শিশুটিকে তার আসল মায়ের পরিবর্তে খাতুনের হাতে তুলে দেয়। বিপরীতে মৃত শিশুটিকে খানমের হাতে তুলে দেওয়া হয়। জন্মের পর খানম তার সন্তানকে দেখতে পাননি। কারণ প্রসবের পরপরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় এবং শিশুটিকে চাইল্ড কেয়ার কক্ষে রাখা হয়। কয়েক ঘণ্টা পর হাসপাতালের কর্মীরা একটি শিশুর লাশ খানমের স্বামীর কাছে হস্তান্তর করে।