India & World UpdatesHappeningsBreaking News
কংগ্রেস থেকে বহিষ্কারের পথে শচীন, ছাঁটাই উপমুখ্যমন্ত্রিত্বও
১৪ জুলাই: অশোক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় দলের কড়া শাস্তির মুখে পড়লেন শচীন পাইলট। তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে কংগ্রেস থেকেও বহিষ্কারের প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা জানিয়েছেন৷
গেহলট-শচীন বিবাদ মেটাতে জয়পুরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছিল৷ শচীনকে ওই বৈঠকে হাজির হয়েই সব অভিমান ঝেড়ে দিতে বলা হয়েছিল৷ নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যেন সকালেই দিল্লি থেকে জয়পুরে ফিরে যান৷ শচীন ওই নির্দেশকে গুরুত্ব দেননি৷ বৈঠকে গরহাজির থাকেন৷ এর পরই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে দল৷