NE UpdatesAnalyticsBreaking News
নয়া প্রকল্প অসমে, দু’লক্ষ বেকারকে দু’লক্ষ আর্থিক অনুদান
গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর : আসামে খুব শীঘ্রই শুরু হবে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম অভিযান নামের একটি নতুন প্রকল্প। বুধবার নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ ব্যাপারে রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বিভিন্ন রাজ্যের নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা নতুন দিল্লির আসাম ভবন থেকে এই বৈঠক সম্বোধন করেন।
এই বৈঠকে নতুন প্রকল্পের সফল রূপায়ণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে দুই লক্ষ যুবক-যুবতীকে আত্মনির্ভরশীল করার জন্য দু লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। নতুন এই প্রকল্পটির জন্য রেজিস্ট্রেশন ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর শুরু হবে। প্রায় ৪০ মিনিট ধরে চলা এই বৈঠকে সাংসদ পবিত্র মার্ঘেরিটা, স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ড. রবি কোটা এবং আবাসিক কমিশনার এম এস মণিভন্নন উপস্থিত ছিলেন।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম অভিযানের বিষয়ে অবগত করেন। মুখ্যমন্ত্রী জানান, আত্মনির্ভরশীল প্রকল্পের মাধ্যমে রাজ্যের দু’লক্ষ বেকারকে দু লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। এ দিনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে।