NE UpdatesHappeningsAnalytics
এগোচ্ছে বিপিএফ, বিটিসি এখনও অনিশ্চিত
১২ ডিসেম্বরঃ ক্ষণে ক্ষণে দৃশ্যপটের পরিবর্তন। সকালে নাগাড়ে এগোচ্ছিল ইউপিপিএল। এগোচ্ছিলই নয়, মনে হচ্ছিল লাফাচ্ছে। বিকেলের দিকে ইউপিপিএলের আসনসংখ্যা কমে আসতে শুরু করে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, এককভাবে কারও পক্ষে বিটিসি গঠন সম্ভব নয়। ইউপিপিএল, বিপিএফ এবং বিজেপির মধ্যে কোনও দুই দল জোটবদ্ধ না হলে পরিষদ গঠনই সম্ভব নয়। ওই সম্ভাবনা থেকে ইউপিপিএলের সঙ্গে বিজেপি বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করে নিয়েছিল। বিজেপি সভাপতি আকারে-ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন, ইউপিপিএল-বিজেপি জোট বেঁধে পরিষদ গঠন করছে। কিন্তু রাত যত বাড়ছে, বিপিএফের আসন বেড়েই চলেছে। ইউপিপিএল যে সব আসনে এগিয়েছিল, এর অধিকাংশ বিপিএফ জিতে নিচ্ছে বা জেতার পথে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যেও ক্রমাগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন তাঁদের অনেকের ধারণা, বিপিএফের এককভাবে ক্ষমতায় ফেরার সম্ভাবনা খারিজ করা যায় না।
রাত পৌনে আটটায় যে সম্ভাবনা দেখা গিয়েছে, বিপিএফ ১৮, ইউপিপিএল ১০, বিজেপি ৯, কংগ্রেস ১, অন্যান্য ২। ৪০ সদস্যের পরিষদ দখলের জন্য প্রয়োজন ২১টি আসন জেতা। ফলে ইউপিপিএ বা বিজেপি-কে বাদ দিয়ে বিপিএফের পরিষদ গঠন অসম্ভব, এ কথা এখন আর হলফ করে বলা যায় না।