NE UpdatesWhere and When?Barak UpdatesHappenings

জাতীয় প্রেস দিবস উপলক্ষে বরাকেও অনুষ্ঠান

১৫ নভেম্বর: আগামী ১৬ নভেম্বর, সোমবার জাতীয় প্রেস দিবস উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলায় নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ কাছাড় জেলায় এ দিন দুটি অনুষ্ঠান হবে৷ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেস দিবসে সাংবাদিকদের মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি৷ বিকাল ৩টায় আলোচনা সভার আয়োজন করেছে জনসংযোগ বিভাগ৷ সহযোগিতায় শিলচর প্রেস ক্লাব৷ সেখানে জেলাশাসক জল্লি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন৷

Rananuj

করিমগঞ্জ জেলাতেও সকাল ১১ টায় জেলাশাসকের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ বিষয়: সংবাদ মাধ্যমের ওপর কোভিড অতিমারির প্রভাব এবং এই সময় সংবাদমাধ্যমের ভূমিকা৷ নির্ধারিত বক্তারা হলেন ডা. মানস দাস, সতু রায়, এবং ডা. মৃন্ময় দেব৷ আলোচনা সভাটি সঞ্চালনা করবেন জেলাশাসক আনবামুথান এমপি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker