NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
এই মূল্যায়ন টেটে কাজে আসবে না, জানালেন মুখ্যমন্ত্রী
ওয়েটুবরাক, ৩ জুলাইঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে দুদিন ধরে টানা বিতর্ক চললেও নীরব শিক্ষামন্ত্রী রণোজ পেগু। কোনও স্পষ্টীকরণ নেই সেবা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের তরফে। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শনিবার দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, মূল্যায়ন নিয়ে অহেতুক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। অসমের কোনও চাকরির ক্ষেত্রে এই মার্কশিট-সার্টিফিকেট প্রতিবন্ধক হবে না। শুধু টেটের বেলায় তাদের সরাসরি সুযোগ দেওয়া যাবে না। সে ক্ষেত্রে এর আগে তাদের একটি বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেটি কী ধরনের পরীক্ষা দিতে হবে, কবে তা নেওয়া হবে, এখনও ভাবা হয়নি। সরকার টেটের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।