NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
মোকা মায়ানমারকে লণ্ডভণ্ড করে দিয়েছে, রেহাই পেয়েছে উত্তর-পূর্ব ভারত
ওয়েটুবরাক, ১৫ মে : ‘মোকা’ ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেয়েছে উত্তর-পূর্ব ভারত। রবিবার অতি প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে মায়ানমারের সিতওয়াতে। বাংলাদেশের কক্সবাজার এবং সংলগ্ন এলাকাতেও ঘূর্ণিঝড়ের দাপট দেখা গিয়েছে। তবে ত্রিপুরা, মিজোরাম বা মণিপুরে কোনও প্রভাবই পড়েনি। মৌসম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ঘূর্ণিঝড়ের বিপরীতমুখী বেগের কারণেই এপার বাংলায় ন্যূনতম প্রভাব পড়েনি। কারণ বিপরীতমুখী বেগই ঘূর্ণিঝড়কে পশ্চিমে এগোতে দেয়নি।
রবিবার মায়ানমার উপকূলে লণ্ডভণ্ড করে মোকা। রবিবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত মায়ানমার উপকূলে মোকার তাণ্ডবলীলা চলে। ঝড়ের গতিবেগ ছিল ১৯০ কিলোমিটার পর্যন্ত। প্রভাব পড়ে বাংলাদেশেও। ঝড়ের সঙ্গেই চলে বৃষ্টি। এই ঘূর্ণিঝড় ‘মোকা’র নামকরণ করেছিল ইয়েমন। সে দেশের বন্দর শহর মোকার নামে এই নাম দেওয়া হয়েছিল। এই শহরেই চাষ হয় মোকা কফির। যা গোটা বিশ্বে সমাদৃত।