Barak UpdatesHappeningsBreaking News
ডা. অরিনা রাহার গাড়িচালকও করোনায় আক্রান্ত
Driver of Dr. Orina Raha also tests positive

2 জুলাইঃ বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ডা. অরিনা রাহা। বৃহস্পতিবার রিপোর্ট আসে, তাঁর গাড়িচালক স্বপন নমঃশূদ্রও পজিটিভ। ডা. রাহার রিপোর্ট আসার পরই তাঁর লালারসের নমুনা নেওয়া হয়েছিল। কারণ এর সামান্য আগেই তাঁর গাড়িতে অরিনাদেবী শিলচর মেডিক্যাল কলেজে এসেছিলেন।
ডা. রাহা মেডিক্যাল কলেজে ফরেনসিক ল্যাবে কর্মরত থাকলেও তিনি আসলে নাক-কান-গলা বিশেষজ্ঞ। বিভিন্ন জায়গায় তাঁর চেম্বার রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, তাঁর চেম্বারগুলোতে এই কিছুদিনের মধ্যে যে সব রোগী দেখেছিলেন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁদের লালারসও সংগ্রহ করা হবে।