Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজ অধ্যক্ষাকে গ্রেফতারের নির্দেশ বাতিল
ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : আদালতের দ্বারস্থ হয়ে নিজের প্রভিশনাল পেনশন আদায় করে নিচ্ছেন শিলচর উইমেন্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষা তৃপ্তি দাস৷ কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন অন্যান্য যাবতীয় পাওনা৷ আদালতের দ্বারস্থ হয়েই নিজের গ্রেফতারি পরোয়ানা ঠেকালেন বর্তমান অধ্যক্ষা দেবশ্রী দত্ত৷ গত সোমবারই তৃপ্তিদেবীর পেনশন সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করার দায়ে দেবশ্রী দত্তকে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল হাই কোর্ট৷ মঙ্গলবার বর্তমান অধ্যক্ষার পক্ষে তাঁর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে জানান, মঙ্গলবার বিকালেই প্রভিশনাল পেনশনের সমস্ত কাগজপত্র উচ্চ শিক্ষা দফতরে পাঠানো হয়েছে৷
উচ্চ শিক্ষা দফতরের আইনজীবী ওই সবের প্রাপ্তি স্বীকার করে আদালতকে জানান, তিনদিনের মধ্যে তৃপ্তিদেবীকে প্রভিশনাল পেনশন দেওয়া হবে৷ অন্যান্য পাওনার কাগজও এসেছে৷ সেগুলি কার্যকর হতেও বেশি সময় লাগবে না৷
গৌহাটি হাই কোর্টের বিচারপতি অচিন্ত্যমল্ল বুজরবরুয়া পরে দেবশ্রী দত্তকে গ্রেফতারের যে নির্দেশ দিয়েছিলেন, তা বাতিল করে দিয়েছেন৷