NE UpdatesHappeningsBreaking News

ইস্তফা নয়, ইউনিফায়েড কমান্ডের লাগাম নিজের হাতে চান এন বীরেন

ওয়েটুবরাক, ৮ সেপ্টেম্বর : জিরিবামে গোলাগুলির পর শনিবার রাতে শাসক জোটের মন্ত্রী-বিধায়কদের ডেকে জরুরি বৈঠকের পর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ রাজভবনে ছুটে যান৷ রবিবার সকালেও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দুইবার বৈঠকে সামিল হওয়ায় বীরেন সিংহের পদত্যাগ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে৷ কিন্তু এখনই দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন না এন বীরেন সিংহ ৷ বরং তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে ইউনিফায়েড কমান্ডের নিয়ন্ত্রণ নিজের হাতে চেয়েছেন৷

Rananuj

দলের এক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের হাতে পদত্যাগ পত্রের বদলে দাবিসনদ তুলে ধরেন৷ এর প্রথমেই ছিল ইউনিফায়েড কমান্ডের কথা৷ বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলির যৌথ কমান্ড রয়েছে সিআরপিএফের প্রাক্তন ডিরেক্টর জেনারেল কুলদীপ সিংহের হাতে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত বছরের মে মাসে মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্তি দিয়ে তাঁকে ইম্ফলে পাঠায়৷ বীরেন সিংহের দাবি, ইউনিফায়েড কমান্ডের নিয়ন্ত্রণ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত৷ রবিবারও মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে মিলিত হন৷ সূত্রটি জানান, কুকি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি বাতিলের জন্য মণিপুর সরকার বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে৷ রাজ্যপালকে এ দিন এই কথাই বুঝিয়ে বলা হয়৷ সঙ্গে রয়েছে, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং এনআরসি প্রক্রিয়া শুরু করার দাবিও৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট উল্লেখ করেন, অবৈধ ভাবে যারাই মণিপুরে প্রবেশ করেছে, তাদের সকলকে বিতাড়িত করতে হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker